দামুড়হুদা প্রতিনিধি : মুজিববর্ষের আহবান লাগাই গাছ বাড়াই বন’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে ১ কোটি বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় দামুড়হুদা উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
দামুড়হুদা উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যোথ আয়োজনে গতকাল বৃহস্পতিবার ১২টা দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের সহকারী কমিশনারের কার্যালয় চত্বরে একটি শরিফা গাছের চারা রোপনের মধ্যদিয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার দিলারা রহমান গাছের চারা রোপন কার্যকর্মের উদ্বোধন করেন। চারা রোপন শেষে জনসাধারণের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি মহিউদ্দিন, দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা রফিক উদ্দিন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, উপজেলা ভূমি অফিসের নাজির মহিদুল ইসলাম, দৈনিক মাথাভাঙ্গার দামুড়হুদা অফিস প্রধান মিরাজুল ইসলাম মিরাজ প্রমূখ।