স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামে শিশুসহ ৩ জন অগ্নিদগ্ধ হয়েছে। ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)’র ব্যাঙ্গচিত্র প্রদর্শন ও কটুক্তি করার প্রতিবাদ ফ্রান্সের রাষ্ট্রপতির   কুশপুত্তলিকা দাহ করার সময় গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলো সদর উপজেলার নেহালপুর পূর্বপাড়ার রবগুল মেম্বারের ছেলে এলাকার মুদি দোকানি মিলন হোসেন (২৫) ও শৈলমারী গ্রামের মাঝেরপাড়ার হামিদুল ইসলামের ছেলে নেহালপুর নাজাতুল কওমি মাদ্রাসার ছাত্র রহমত উল্লাহ (১১) এবং একই এলাকার হাসমত আমীর ছেলে নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র রাফিক (১০)। অগ্নিদগ্ধ অবস্থায় তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে অগ্নিদগ্ধ মিলন হোসেন বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী (সাঃ)’র ব্যাঙ্গচিত্র প্রদর্শন ও কটুক্তি করার প্রতিবাদে গতকাল বাদ জুম্মা এলাকার মানুষ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এরই একপর্যায়ে ফ্রান্সের রাষ্ট্রপতির কুশপুত্তলিকা দাহ করার সময় তাদের শরীরে অগ্নিদগ্ধ হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। অগ্নিদগ্ধে মিলন হোসেনের পা থেকে কোমড় পর্যন্ত পুড়ে গেছে এবং শরীরের পুড়ে গেছে। এ ঘটনায় রহমত উল্লাহর বাম পা ও রাফির ডান পা পুড়ে গেছে।   চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, অগ্নিদগ্ধ মিলন হোসেনের অবস্থা বেশি খারাপ। প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিতে হতে পারে। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *