আলমডাঙ্গা অফিসঃ ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)’র ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আলমডাঙ্গার আলিফ উদ্দিন মোড়ে মানব বন্ধন কর্মসুচী পালিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টার দিকে তাওহিদি জনতার ব্যানারে এ মানব বন্ধন বন্ধন কর্মসুচী পালন করা হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাহফিল উদ্দিন মানিক ও মুফতি মাহাদি হাসানের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ডা: শাফায়েতুল ইসলাম হিরোক।বক্তব্য রাখেন  মাও: এমদাদুল হক, মাও: আবুল বাসার,মাওঃ আকরাম হোসেন,সাবেক পৌর মেয়র মীর মহিউদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন, জেলা পরিষদ সদস্য আবু মুসা, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, মুদি সমিতির সভাপিত আরেফিন হক মিলন মিয়া, প্রেসক্লাব সম্পাদক হামিদুল ইসলাম আজম,আলমডাঙ্গা সরকারী  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন,মুফতি আকরাম হোসেন,আলহাজ রফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে অনিতিবিলম্বে ফ্রান্সে  মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। প্রতিবাদ সমাবেশে ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহবান জানানো হয়। সভাশেষে ফ্রান্সের কিছু পণ্য আগুনে ভস্মিভূত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *