কুড়ুলগাছী প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী ইউনিয়নের চাকুলিয়া গ্রামের মালেকের ছেলে মোফাজ্জেল, মোজাম্মেল ও ফুলবাড়ী গ্রামের নাজির টেংরার ছেলে আকিবুলের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ উঠেছে।
সীমান্ত এলাকা ঘুরে জানা গেছে, মোফাজ্জেল, মোজাম্মেল ও আকিবুল দীর্ঘদিন ধরে গোপনে প্রশাসনের চোখ ফাঁকী দিয়ে মাদকের ব্যবসা করে আসছে। তাদের কারণে যুবসমাজ দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এ বিষয়ে জানতে মোফাজ্জেল, মোজাম্মেল, আকিবুলের সাথে কথা বললে তারা মাদক ব্যবসার কথা অস্বীকার করেন। এদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যাবস্থা নিতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসীসহ সচেতন মহল।