আদালত প্রতিনিধিঃচুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সম্মানিত সিনিয়র জোয়াদ আলী গতকাল শনিবার অনুমান দুপুর ০২:১৫ ঘটিকায় চুয়াডাঙ্গায় মুক্তি পাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫বছর। মরহুম জোয়াদ আলী ১৯৭২সালে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। তার জম্নস্থান ভারতবর্ষের পশ্চিবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর থানার বাহাদুরপুর গ্রামে। তার পিতা মৃত হারেজ আলী, মাতা মৃত হাজেরা বেগম। তিনি ১৯৭২সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এলএলবি পাস করেন এবং একই বছর চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে আইন পেশায় যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সাজেদা জোয়াদকে রেখে গেছেন। তিনি নি:সন্তান ছিলেন। আইনজীবী সমিতিতে তিনি একাধিকবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। গতকাল বাদ এশা চুয়াডাঙ্গা রেল ষ্ট্রেশন সংলগ্ন জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদে তার জানাযার নামায শেষে মসজিদ সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযা ও দাফন কার্যে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এ্যাড তালিম হোসেন সহ সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। এক শোক বর্তায় আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ও জেলা জজ জিয়া হায়দার মরহুমের শোক সম্পক্ত পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন। তাঁর মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি গভীরভাবে শোকাহত।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *