পশ্চিমাঞ্চল অনলাইন মনিটর:এসওয়াৎনির রাজা রাজা তৃতীয় কিং এমসাতি।বর্তমানে বিশ্বের খুব কম জায়গাতেই রাজতন্ত্র রয়েছে। থাকলেও প্রশাসনিক বা সাংবিধানিক ক্ষমতা প্রায় নেই বললেই চলে। তবে দক্ষিণ আফ্রিকা এবং মোজাম্বিকের সীমান্তে অবস্থিত ছোট্ট একটি দেশ এসওয়াৎনি। যেখানে এখনো পুরোপুরি রাজতন্ত্র চলছে। আর সেখানকার শাসনভারও থাকে রাজার হাতে। বর্তমানে সে দেশের রাজা তৃতীয় কিং এমসাতি । ১৯৮৬ সালে ১৮ বছর বয়সে রাজা হন তিনি। তারপর থেকে প্রতিবছরই একজন কুমারী মেয়েকে বিয়ে করছেন তিনি। এর মধ্যে তিনজন স্ত্রীকে ডিভোর্সও দিয়েছেন তিনি। জানা গিয়েছে, ইতোমধ্যে ৩০–এরও বেশি সন্তানও রয়েছে তার।

কিন্তু কীভাবে রানিকে বেছে নেন রাজা?‌ নিয়মানুযায়ী দেশের সমস্ত কুমারী মেয়েদের এমবাবানের নামের আরেকটি প্রাসাদে আয়োজিত হয় বর্ণাঢ্য প্যারেডের। সেখানে কুমারীত্বের প্রতীক হিসেবে ছুরি হাতে অংশ নেন ওই কুমারী মেয়েরা। অনুষ্ঠান দেখতে আসা অতিথি এবং রাজার সামনে পদযাত্রায় অংশ নেন। এরপরই রাজা তাদের মধ্যে থেকেই একজনকে নতুন রানি হিসেবে বেছে নেন। আজব মনে হলেও গোটা দেশের মানুষ কিন্তু বেশ উৎসাহের সঙ্গে যোগ দেয় এই অনুষ্ঠানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *