বহুল আলোচিত পানামা পেপারস লিক মামলায় ঐশ্বরিয়া রাই বচ্চনকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার ভারতের দিল্লির লোকনায়ক ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন সাবেক এই বিশ্বসুন্দরী। ​এই মামলায় অমিতাভ বচ্চনের ছেলে অভিনেতা অভিষেক বচ্চনকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। জানা গেছে, ঐশ্বরিয়ার পর অমিতাভকেও জিজ্ঞাসাবাদ করতে পারে এই সংস্থা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ঐশ্বরিয়া রাই বচ্চনের বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে বিদেশে। পানামা কেলেঙ্কারিতে অভিযুক্তদের তালিকায় সবার উপরে রয়েছে অমিতাভ বচ্চনের নাম। এছাড়াও নাম আছে অজয় দেবগণের।

পানামা পেপারসে ভারত সহ ২০০টি দেশের রাজনীতিবিদ ব্যবসায়ী, সেলিব্রিটিদের নাম উঠে এসেছে, যাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আছে। ১৯৭৭ সাল থেকে ২০১৫ সালের শেষ পর্যন্ত ১ কোটি ১৫ লক্ষ গোপন নথি তথ্য ছিল এই তালিকায়।

পানামা পেপারস মামলায় রয়েছে অভিনেতা, শিল্পপতি, ক্রীড়াবিদসহ ৫০০ ভারতীয় নাগরিকের নাম। অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চনসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পীর নাম এই মামলায় জড়িয়ে গেছে। তাঁদের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগও রয়েছে। এই মামলায় অমিতাভ বচ্চনের নাম আসার পর তিনি বলেছিলেন, ভারতের সব নিয়মকানুন মেনেই তিনি বিদেশে অর্থ পাঠিয়েছিলেন। পানামা পেপারস মামলার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের সঙ্গে অমিতাভ বচ্চন তার যোগাযোগের কথা অস্বীকার করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *