জীবননগর অফিস:জীবননগর বাজারে কৃষি বিপণন অধিদপ্তরের বেধে দেওয়া নির্ধারিত মূল্যে আলু বিক্রি ও বাজার ব্যবস্থাপনা স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম মুনিম লিংকন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় আদালতের বিচারক নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে আলু বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ১ হাজার ৩শ’ টাকা জরিমানা ও বাজারে পন্যের মূল্যতালিকা টাঙানোর জন্য নির্দেশন দেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকন বাসস্ট্যান্ড ও কাচা বাজারে পরিদর্শনে বের হন। আলুর নির্ধারিত মূল্য ৩০ টাকার পরিবর্তে ৪৫ টাকায় বিক্রির প্রমাণ পায়। এ সময় ভ্রাম্যমান আদালত অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে জরিমানা করেন। বেশী দামে আলু বিক্রির অপরাধে ব্যবসায়ী মনির হোসেনকে ১ হাজার টাকা ও আলিম হোসেনকে ৩শ’ জরিমানা করে আদালত। একই সাথে খুচরা বিক্রেতাদের কাছে বেশী দামে আলু বিক্রি করায় আড়ৎদারকে নির্ধারিত মূল্যের বেশী নেয়া ৩ হাজার টাকা খুচরা বিক্রেতাকে ফেরত নিয়ে দেন।