পশ্চিমাঞ্চল অনলাই মনিটর:নাইজেরিয়ায় চলমান আন্দোলনে ৫১ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। তিনি একইসঙ্গে জানান এতে দাঙ্গাকারীদের হাতে নিহত হয়েছেন আরো ১১ পুলিশ সদস্য এবং ৭ সেনা সদস্য। এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, দেশটির সেনারা গুলি করে কমপক্ষে এক ডজন বিক্ষোভকারীকে হত্যা করেছে। এরপরই এমন বক্তব্য দিলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট।
আল-জাজিরার খবরে বলা হয়, আরো ৩৭ জন আহত হয়েছে বলে জানিয়েছেন বুহারি। সংকট থেকে বের হয়ে আসতে তিনি দেশটির সাবেক শাসকদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, পুলিশি নির্যাতনের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল তা গুন্ডারা ছিনিয়ে নিয়েছে। ফলে অনেক নিরিহ মানুষকে প্রাণ হারাতে হচ্ছে। তিনি আন্দোলনকারীদের বিধ্বংসী আচরণ না করতে আহবান জানান।