স্টাফ রিপোর্টার: নরসিংদী থেকে বাড়ি ফেরার পথে ফরিদপুরের মধুখালিতে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে মাইক্রোবাসের দুই যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। শনিবার রাত ২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধাখালী উপজেলার আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন চুয়াডাঙ্গা জেলা শহরের রেলপাড়ার মোকাররম হোসেনের স্ত্রী মোমেনা খাতুন (৬৫) ও তার মেয়ের শ্বশুর আলমডাঙ্গা উপজেলার বন্ডবিলের মোশাররফ হোসেন মুন্সী (৭৫)। এ ঘটনায় আহত হয়েছন মোমেনা খাতুনের মেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়ার স্টাফ নার্স আছিয়া খাতুন (৫৫), আরেক মেয়ে আলফাতুন (২৭), মোমেনা খাতুনের ছেলে খাইরুল বাসার (৪৫), মিনারুল ইসলাম (৪২),আছিয়া খাতুনের ছোট মেয়ে প্রীতি খাতুন (১৬) এবং নিহত মোশাররফ মুন্সির জামাই আসাদুল ইসলাম। আহত মিনুরুল ইসলামকে মধুখালী স্বাস্থ্য কমেপ্লেক্সে এবং আছিয়া খাতুন,খাইরুল বাসার,আলফাতুন নেছা ও স্মৃতি খাতুনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হলেও আসাদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়ার স্টাফ নার্স আহত আছিয়া খাতুনের বড় মেয়ে স্মৃতি খাতুনের বিয়ে হয় নরসিংদী জেলায়। গত শুক্রবার চুয়াডাঙ্গা থেকে (ঢাকা মেট্রো-চ-৫১-৪৩৪১) মাইক্রোবাস যোগে তারা স্মৃতি খাতুনের বৌভাতের দাওয়াতে অংশগ্রহন করতে নরসিংদী যান। শনিবার বিকেলে একই মাইক্রোবাস যোগে তারা সেখান থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে গতিরোধকের নিকট পৌছালে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি ট্রাক মাইক্রোবাসকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হয় মাইক্রোবাসের যাত্রি রেলপাড়ার মোমেনা খাতুন ও আলমডাঙ্গার মোশাররফ হোসেন মুন্সী। এ ঘটনায় আহত হয় ৬ জন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান জানান, হতাহতরা মাইক্রোবাসে নরসিংদী থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। এ সময় আড়পাড়া উচ্চবিদ্যালয়ের সামনে গতিরোধকের কাছে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত ও ছয়জন আহত হন। আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।
এদিকে, দুর্ঘটনায় আহত ফরিদপুর মেডিকেল কলেজসহ বিভিন্নস্থানে ভর্তি রাখা হলেও আহত হলেও আসাদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
অপরদিকে,তাদের মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রোববার দুপুরে মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। রোববার সন্ধায় লাশ বাড়িতে পৌছালে এক হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়। লাশ বাড়িতে পৌছানোমাত্র তাদেরকে শেষবারের মতো একনজর দেখার জন্য বাড়িতে ভীড় করেন এলাকার লোকজনসহ আত্মীয়স্বজনেরা।
মোমোনা খাতুনকে গতকাল রাতে রেলপাড়ার পারিবারিক কবস্থানে জানাযা শেষে সেখানেই দাফণ করা হয় এবং মোশাররফ হোসেন মুন্সীকে দায়ণ করা হয় তার নীজ এলাকা বন্ডবিলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *