জীবননগর অফিস : ধর্ষন-নারী শিশু ও নির্যাতন এবং হত্যার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় জীবননগর-দর্শনা সড়কে লক্ষিপুর নামক স্থানে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় নারী সংগঠন পল্লী সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সারা দেশে ধর্ষন হত্যা নারী ও শিশু নির্যাতনসহ সহিংতার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানানো হয়।
ব্র্যাক ম্যানেজার(দাবী)প্রোবাল কুমার বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্র্যাক ম্যানেজার (বিসিইউপি) মিত্তিকা ঘোষ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সংগঠক আব্দুল হাই, নারী সংগঠন পল্লী সমাজের সভাপ্রধান মাজেদা খাতুন, চাঁদ বানু, ময়না, রকেয়া ও শারমীনসহ ব্র্যাকের সকল পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।