জীবননগর অফিস : নোয়াখালী নারী নির্যাতনের ঘটনাসহ সারাদেশে ধর্ষন নিপিড়নের প্রতিবাদে জীবননগরে ছাত্রলীগের আলোক প্রজ্বলন পালিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ৭টায় জীবননগর বাসষ্টান্ড চত্তরে কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে কর্মসূচি পালন করা হয়।
ধর্ষন-নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে কলেজ ছাত্রলীগের সভাপতি অনিক হাসানের সভাপতিত্বে আলোক প্রজ্বলন প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত আকাশ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাইদুজ্জামান বিপ্লব, ছাত্রলীগ নেতা শাহারিয়া সাগর আরিফ প্রধান ও জেরিন প্রমুখ।