গাংনী অফিসঃ গাংনীতে ধর্ষণ নিপীড়নের ঘটনায় জড়িত সকল আসামী ও পৃষ্ঠপোষকদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করা ও নারীর প্রতি সহিংসতা রোধে গাংনী পৌর ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১ টার সময় বিক্ষোভ সমাবেশ শেষে গাংনী বাসস্ট্যান্ড রেজাউল চত্বরে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবোশের আলোচনা সভায় গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি এমরান হাবীব সভাপতিত্ব করেন। গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের নেতৃত্বে বিশাল বিক্ষোভ র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবেও তিনি বক্তৃতা করেন।
গাংনী বাসস্ট্যান্ডের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাষ্টার, গাংনী পৌরসভার সাবেক মেয়র আহমেদ আলী, গাংনী পৌর আওয়ামীলীগের সেক্রেটারী আনারুল ইসলাম বাবৃ, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন,তরুণ সমাজ সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান শিপুসহ আওয়ামীলীগ , যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, গাংনী ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ ও সেক্রেটারী বিপ্লব হোসেন।