স্টাফ রিপোর্টা:চুয়াডাঙ্গায় পুলিশি বাধার মুখে দাড়িয়ে দেশব্যাপী ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সামনে থেকে মিছিল টি প্রধান সড়কে উঠার সময় পুলিশের বাধায় সাহিত্য পরিষদ প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিল সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে এবং জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিবের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় দেশে গণধর্ষণ, নিপীড়ন, যৌন হয়রানি, নারী ও শিশু নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। সারাদেশ জুড়ে গণধর্ষণের ঘটনায় সরকার দলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। সরকারের মদদে সরকারদলীয় সন্ত্রাসীরা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ক্যাম্পাস গুলো থেকে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বের করে দিয়ে সেখানে এখন ছাত্রলীগ কর্তৃক গণধর্ষণের ন্যক্কারজনক ঘটনাও ঘটছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশজুড়ে অপরাধ প্রবণতা বেড়ে চলেছে। এক দেশে সরকারী দলের নেতাকর্মীদের জন্য এক আইন ও বিরোধী নেতাকর্মীদের জন্য আরেক আইন চলছে। এখনি দেশের মানুষকে সোচ্চার হতে হবে এবং সকল অনিয়মের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুবক্কর সিদ্দিক আবু, যুগ্ম সম্পাদক মাহামুদুল হাসান পল্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেহেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রোকন, জেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক ও বাড়াদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা বিএনপির নেতা মনিরুজ্জামান লিপটন, সদর থানা বিএনপি নেতা মাহাবুল হক, পৌর বিএপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎসজিবী দলের যুগ্ম আহব্বায়ক কামরুজ্জামান বাবলু।
আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সহ-সভাপতি ইন্তাজ আলী, যুবদল নেতা চৌধুরি জাহাঙ্গীর আলম বাবু। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাফিজুল ইসলাম মুক্ত, শামসুল হক ঝন্টু, স্বরাজ, সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, জেলা যুবদলের সাবেক আহবায়ক খালিদ মাহমুদ মিল্টন, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হাবিবুর রহমান সাদিদ , কুদ্দুস মহলদার, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেরেগুল ইসলাম বিশ্বাস, আলোকদিয়া ইউনিয়ন বি এন পির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
বক্তারা বলেন, ‘সরকারদলীয় মন্ত্রী এমপি ও নেতারা যদি ধর্ষণের প্রশ্রয় দেয়া বন্ধ না করে তাহলে দেশে ধর্ষণ নির্যাতন চলতেই থাকবে। কোনো ভাবেই নারী ও শিশুদের উপর অমানবিক আচরণ মেনে নেয়া হবে না। অবিলম্বে এর লাগাম টেনে ধরতে হবে। নারী-শিশু নির্যাতনের সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার করে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আরও উপস্থিত ছিলেন, মজিদ বিশ্বাস, জিল্লুর রহমান ওল্টু, লালন, মহাসিন মেম্বার, জেলা সেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মাবুদ সরকার, আব্দুল রাজ্জাক সন্টু, কনক, সদর থানা যুবদলের সাবেক আহবায়ক ইকরামুল হক ইকরা, হাফিজুর ইসলাম হ্যাপি, আলো, শাহ্ আলম, কলম আলী, হাবিবুর রহমান রাজিব, মহাসিন আলী, তুহিন ইসলাম, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক মহলদার ইমরান রিন্টু, কাজল, পৌর যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম আজিজুল, যুগ্ম আহবায়ক অপু মালিক, যুবদল নেতা মনসুর, মাহাবুল, জহুরুল, হাসান, আলমডাঙ্গা উপজেলা যুবদলের নেতা খাইরুল ইসলাম, রফিকুল ইসলাম রফিকুল, পৌর যুবদলের সদস্য সচিব কনক, সাবেক পৌর বিএনপির দপ্তর সম্পাদক ইয়াসিন কাকন, মামুন, আমির মেম্বার, বিল্লাল মেম্বার, মতিউর রহমান, খাইরুল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী নাসরিন বেগম, শাহাবুদ্দিন, সাইমুজ্জামান মিশা, ইকবাল আহমেদ, ছোটন, হাসান মাস্টার, তানভির ইনায়েত জিতু, শান্ত, মোস্তাফিজুর রহমান কনক, আলমডাংা থানা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শুভ, যুগ্ম আহবায়ক রানা, মাসুদ রানা, বকুল শাহারিয়ার, রকিবুল ইসলাম টগর, সদস্য রাজিব আহমেদ, নাসিম পারভেজ, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের নেতা আতিক হাসান রিংকু, হাবিবুর রহমান রাজু, মাহামুদুল হক তন্ময়, সাকিব হাসান লিমন, আলমডাঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম লিমন, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম.ডি.কে সুলতান, আমির হোসেন, মাহবুব হোসেন, সাইমুম আরাফাত, প্রমুখ।
প্রতিবাদ সমাবেশের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মওলানা আনোয়ার হোসেন।