দামুড়হুদা থেকে, তানজির ফয়সাল : দামুড়হুদায় দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর অবৈধ ডায়াগনষ্টিক সেন্টার আল-মদিনা সীলগালা করে দিয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মহি উদ্দীন।
জানা গেছে, গতকাল সোমবার বেলা ১১ টার দিকে দামুড়হুদা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মহিউদ্দিন দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার প্রথম পাতায় গত ১৪ জুলাই “দামুড়হুদায় লাইসেন্স বিহীন ডায়াগনষ্টিক সেন্টার পরিচালিত” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মহিউদ্দিনের দৃষ্টি গোচর হলে দীর্ঘদিন ধরে পরিচালিত অবৈধ এ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। অবৈধভাবে পরিচালনা হয়ে আসা ডায়াগনষ্টিক সেন্টার কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলা হলে প্রতিষ্ঠানটি তা দেখাতে ব্যর্থ হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মহিউদ্দিন এ অবৈধ প্রতিষ্ঠানে সীলগালা করার আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রতিষ্ঠানের পরিচালক রাজন আলীকে সর্তক করে বলেন, আপনার প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে বৈধ কাগজপত্র করে আপনি আপনার প্রতিষ্ঠান চালাতে পারবেন। আপনার প্রতিষ্ঠান সীলগালা করে দেওয়া হলো আপনি সঠিক কাগজ রেডি করে যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিলে আপনার সীলগালা খুলে দেওয়া হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগীতা করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: মকবুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী জিহন আলি, দামুড়হুদা মডেল থানার এসআই হায়দারসহ পুলিশ ফোর্স। আদালত পরিচালনার সময়ে স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।