
দামুড়হুদা অফিসঃ দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট সংলগ্ন চিৎলা আজিম ট্রেডার্সে ভয়ানক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।অগ্নিকান্ডের ঘটনায় নগদ টাকা সহ প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি গ্রস্ত হয়েছে। রোববার বিকাল অনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনায় ঘটেছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট সংলগ্ন আজিম ট্রেডার্সের মালিক চিৎলা নতুনপাড়া গ্রামের আনছার আলির ছেলে আজিম উদ্দীন(২৫) নিজ দোকানের ভিতরে বোতলে পেট্রোল ঢেলছিলো। এমন সময় চিৎলা হাসপাতাল পাড়া ও তার পাশের দোকানদার জিয়ার উদ্দীনের ছেলে নাহিদ(১৪) তার দোকানে আসে। সে সময় আজিম উদ্দীন বোতলে পেট্রোল ঢেলা অবস্থায় নাহিদ দিয়াশলাই ঠুকেন এবং আজিম উদ্দীনের গায়ে আগুন লেগে যায়৷ আজিম উদ্দীনের গায়ে আগুন লেগে যাওয়া দেখে নাহিদ দ্রুত পালিয়ে যায়। নাহিদের দেওয়া আগুনে আজিম উদ্দীনের সমস্ত শরীর পুড়ে ঝলসে যায় ও দোকানের সকল মালামাল সহ নগদ টাকা পুড়ে ভূস্মীভূত হয়।দামুড়হুদার দর্শনা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মী সহ স্থানীয়রা দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনেন। দামুড়হুদা মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী সহ স্থানীদের সহায়তায় দোকান মালিক আজিম উদ্দীন কে গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। অগ্নিদগ্ধ আজিম উদ্দিনের শরীরের প্রায় ৭০-৮০ শতাংশ শরীর পুড়ে ঝলছে গেছেন বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।