দামুড়হুদা বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা স্বাস্থ্য বিধি ও নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে জরিমানা আদায়
★জেলা প্রশাসকের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশুর হাট থাকবে বন্ধ
দামুড়হুদা প্রতিনিধিঃ করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য বিধি ও নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে দামুড়হুদার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে । গতকাল সোমবার দিনব্যাপী পৃথক স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্টেট্র ও উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
জানাযায়, জেলা প্রশাসকের নির্দেশনায় করোনা ভাইরাস মোকাবেলায় দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজার, দর্শনা, ডুগডুগি পশুহাট সহ বিভিন্ন স্থানে অভিযান করেন।এসময় পৃথক পৃথক আইনে অভিযুক্ত ৭জনকে বিভিন্ন অপরাধে ৩হাজার ৭শ’টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
এদিকে গতকাল ছিলো দামুড়হুদা ডুগডুগির বৃহত্তর পশু হাটে।বেলা ১১ টার দিকে পশু হাটে জমতে থাকেন গরু- ছাগল ব্যবসায়ী,ক্রেতা- বিক্রেতারা।করোনা দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পশু হাটের হাট ইজারাদার ও প্রশাসনের হস্তক্ষেপ হাট ত্যাগ করার নির্দেশ দেওয়া হলে হাট ত্যাগ করেন সকল ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতারা। উপজেলা
প্রশাসনের পক্ষে থেকে জানা গেছে, জেলা প্রশাসক মহোদয়ের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পশু হাটটি বন্ধ থাকবে।
আদালত পরিচালনা কালে নির্বাহী ম্যজিস্টেট্র ও নিবার্হী অফিসার দিলারা রহমান বলেন,করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে ১১ এপ্রিল রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত সরকারী নির্দেশনা ১১ দফা বাস্তবায়নে সরকারী নির্দেশনা সঠিক ভাবে মেনে চলার অনুরোধ করা হয়েছে । তিনি জানান,জেলা প্রশাসক মহোদয়ের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ডুগডুগির পশু হাট বন্ধ থাকবে।এছাড়া বিভিন্ন বাজার কমিটির সভাপতিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে । জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং চলমান রয়েছে।