দামুড়হুদা প্রেসক্লাবের নবনির্বাচিতদের অভিষেক ও পরিচিতিসভা অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা প্রেসক্লাবের নবনির্বাচিতদের অভিষেক ও পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত ৮ টার দিকে দামুড়হুদা প্রেসক্লাব মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও পরিচিতিসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম, নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। উপস্থিত থেকে বক্তব্য রাখেন দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক, জেলা পরিষদ সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, কনিকা সীড কোং (প্রা:) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূর আলম লিটন, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান মনির, চুয়াডাঙ্গা জেলা জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড. আসাদুজ্জামান মিল্টন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী ও দেশ ইটভাটার স্বত্তাধিকারী হাজি আব্দুল কাদির। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন দামুড়হুদা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শমশের আলী। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু বলেন, সমাজের নানা অসংগতি তুলে ধরে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের প্রধান কাজ। দেশে যে পরিমান উন্নয়ন হচ্ছে তা সঠিকভাবে তুলে ধরতে হবে। আবারও যদি কোন অসংগতি থাকে সেটাও তুলে ধরতে হবে। আমাদের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছুই এড়িয়ে যেতে পারে। সেগুলো তুলে ধরে সংবাদ প্রকাশ করতে হবে। আমি কখনও বলিনি যে, আপনারা সঠিক সংবাদ লিখেননা। কারণ সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। বক্তব্য শেষে জনসেবা ও উন্নয়ন কর্মকান্ডে বলিষ্ট ভূমিকা পালন করায় উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবুকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়। এ ছাড়া জনবান্ধব প্রশাসন গড়ে তোলার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানকে, আইন শৃংখলা উন্নয়নে বিশেষ অবাদ রাখায় দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেককে, দেশের মধ্যে সেরা পাটবীজ উৎপাদনকারী হিসেবে কনিকা সীড কোং (প্রা:) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূর আলম লিটনকে, বজ্রসেল্টার নির্মাণসহ কৃষিতে বিশেষ অবদান রাখায় দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান মনিরকে, করোনকালিন সময়ে স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভকে এবং দামুড়হুদা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করায় চুয়াডাঙ্গা জেলা জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড. আসাদুজ্জামান মিল্টনকে সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়। দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম. নরুন্নবী, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, অর্থ সম্পাদক শমশের আলী, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজিদ হাসান সোহাগ, নির্বাহী সদস্য আব্দুস সালাম ও নির্বাহী সদস্য জাহিদুর রহমান মুকুল অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানটির পরিচালনা করেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *