দামুড়হুদা উপজেলার হাউলী ইউপি’র এডিবি ও কাবিটার প্রকল্পসমূহ পরিদর্শন করলেন ইউএনও দিলারা রহমান
জয়রামপুর প্রতিনিধিঃদামুরহুদা উপজেলার হাউলী ইউনিয়নের এডিপির ও কাবিটার বিভিন্ন প্রকল্পসমূহ পরিদর্শন করলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। জানাগেছে গতকাল বুধবার দুুুুপুরে দামুুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান হাউলী ইউনিয়নে এডিপি এবং কাবিটার বিভিন্ন প্রকল্পসমূহ পরিদর্শনের সময় কাবিটা প্রকল্পের অন্তর্ভূক্ত একটি রাস্তার কাজের মান আরো ভালো করার জন্য নির্দেশ দেন। এছাড়া অন্যান্য প্রকল্পের কাজের মান সন্তোষজনক বলে তিনি জানান। হাউলী ইউনিয়নের এডিপির ও কাবিটার বিভিন্ন প্রকল্পসমূহ পরিদর্শন সময় ইউএনও দিলারা রহমান ছাড়াও উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন, উক্ত ইউপি সচিব নাঈম হোসেন সহ প্রমুখ।প্রকল্প পরিদর্শনের সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, বিভিন্ন উন্নয়ন মুলক কাজ সঠিক ভাবে হলে বর্তমান সরকারের স্বপ্ন বাস্তবায়ন এবং প্রতিটি গ্রাম একটি আধুনিক মডেল গ্রাম হিসাবে গড়ে উঠবে এবং এর সুফল পাবে সমগ্রজাতি।