স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী সাবের আলী মোল্লা নিহত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার ডুগডুগি পশুহাটে এ দুর্ঘটনায় নিহত হন তিনি। নিহত সাবের আলী মোল্লা (৪২) আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ কৃঞ্চপুর গ্রামের লিয়াকত আলী মোল্লার ছেলে এবং দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক বিশিষ্ঠ ছড়াকার আহাদ আলী মোল্লার চাচাতো ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার সকালে সাবের আলী মোল্লাসহ কয়েকজন মিলে ইজিবাইক যোগে ডুগডুগি পশুহাটে গরু কেনার উদ্যেশ্যে যান। পশুহাটে পৌছানোর পর সাবের আল িইজিবাইকের ডান দিক দিয়ে নামার সময় পিছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের নিচে পড়ে যায় এবং চলন্ত ট্রাকের সামনের চাকা সাবের আলীর কোমড়ের উপর উঠে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান সাবের আলীকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় জেলা প্রশাসক বরাবর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সাবের আলীর মরদেহ তারা বাড়িতে নেয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাবের আলী মোল্লার লাশ বাড়িতে নিলে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। তাকে শেষবারের মতো দেখতে সেখানে ভীড় করেন সবাই।
গতকাল সোমবার বাদ এশা নিহত সাবের আলীকে কৃঞ্চপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফণকার্য সম্পন্ন করা হয়েছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।