দামুড়হুদায়  মটর গ্যারেজে টলি মেরামত করতে গিয়ে বিপত্তিঃ চালকের মৃত্যু পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে বাকরুদ্ধ পরিবারটি
দামুড়হুদা প্রতিনিধিঃ  দামুড়হুদার উপজেলা সদরের  মটরস্ গ্যারেজে ট্রাক্টরের টলি মেরামত করতে গিয়ে টলি চাপা পড়ে  চালক হুসাইন (২৬) নামের যুবকের মর্মানক মৃত্যু  হয়েছে। পরিবারটি একমাত্র উপার্জনকারীকে হারিয়ে  বাকরুদ্ধ হয়ে পড়েছে।
গতকাল শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার মাসুম মটরস্ গ্যারেজে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাক্টর চালক উপজেলার হাউলি ইউনিয়নের  কাদিপুর গ্রামের মৃত.মহব্বত আলীর ছেলে।দুর্ঘটনা টি ঘটার পর পর দামুড়হুদা মডেল থানার এস আই আমজাদ হোসেন  সহ সঙ্গীয় পুলিশ  ঘটনা স্থান পরিদর্শন করেন।
 প্রত্যক্ষদর্শীরা জানান,ট্রাক্টর চালক হুসাইন তার ট্রাক্টরের টলির সমস্যা নিয়ে  মাসুম মটরসে্ মেরামতের জন্য  নিয়ে আসেন সকাল ১০ টার দিকে।চালক হুসাইন  ট্রাক্টরের টলিতে হাইড্রলিক্স জগ লাগানোর জন্য কাঠ দিয়ে  টলির নিচে বসে মেরামত কাজ করছিলেন। সেসময়  হঠাৎই হাইড্রলিক্স জগটির স্প্রিং কেটে যেয়ে কাঠটি ভেঙ্গে পড়েন। এসময় ট্রাক্টরের নিচে থাকা চালক হুসাইন টলিটির নিচে পড়ে মর্মান্তিক আহত হয়। আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সময় হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয়রা জানান, দামুড়হুদা উপজেলা সদরের বাসস্ট্যান্ডে মাসুম মটরসে্ ট্রাক্টরের প্রোপাইটর হিসেবে  চালক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করতো। মাটি বহন করা অবস্থায়  ট্রাকটির হাইড্রলিক্সের সমস্যা  দেখা দিলে সকালে  টলি মেরামত করতে আসেন চালক হুসাইন। হুসাইন নিজেই হাইড্রলিক্সের কাজ করছিলেন সেসময় হাইড্রলিক্সের স্পিং ভেঙে তিনি টলির নিচে চাপা পড়েন।এসময় স্থানীয় দোকানদার পথচারীদের সহযোগিতায় ট্রলির নিচে খেকে মারাত্মক রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।সেসময় কর্তব্যরত চিকিৎসক আহত হুসাইনকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকাই নিহতের মরদেহ নিজ গ্রামে দাফন করা হয়েছে বলে জানা যায়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আঃ খালেক ঘটনার সত্যতা নিশ্চিত  করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *