দামুড়হুদা প্রতিনিধি : দামুড়হুদার চিৎলায় চাচার বাড়ীতে ভেড়া প্রবেশ করা নিয়ে রাজন (২০) কে পিটিয়ে জখম করা করেছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে দামুড়হুদার চিৎলা নতুন পাড়ায় এঘটনা ঘটে। চিৎলা নতুনপাড়ার মিজানুরের ভেড়া তার ছোট ভাই জাহিদের বাড়ীতে প্রবেশ করে। এ ঘটনায় জাহিদুলের সাথে ভাতিজা রাজনের তর্কবিতকের মাঝে জাহিদুল রাজনকে কাঠের বাটা দিয়ে মারপিট করে আহত করেন। মারপিটে জখম হয়ে রাজন মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন রাজনে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিসৎক তার হাতের এক্সেরে করতে পরামর্শ দেন। এক্সরে করে দেখা যায় তার বাঁম হাতের হাড়ে মারাত্মক আঘাত লাগায় তার হাড় ফেটে গেছে। রাজন বর্তামানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে তার পরিবারের লোকজন গত রাতেই মামলা করবে বলে জানাই।