দামুড়হুদা থেকে, তানজির ফয়সাল : ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখ সমৃদ্ধ দেশ গড়ী’ স্লোগানকে সামনে রেখে দামুড়হুদায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপন করা হয়েছে।
জানা গেছে, গতকাল বুধবার দামুড়হুদা উপজেলা প্রশাসন ও দামুড়হুদা মৎস্য অধিদপ্তর আয়োজনে উপজেলা সুবলপুর গ্রামে আশ্রায়ন প্রকল্পে জাতীয় মৎস্য সম্পদ ২০২০ উদযাপন কমিটির সভাপতি ও উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার দিলারা রহমান এই পোনা মাছ অবমুক্তকরণ করেন। পোনা মাছ অবমুক্তকরণ কালে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, সহকারী মৎস্য কর্মকর্তা আয়ুব আলী, মৎস্যজীবীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।