দামুড়হুদায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ – সার বিতরণ এর শুভ উদ্বোধন

সরকারের নতুনত্ব প্রযুক্তি ও কৃষকদের পরিশ্রমে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ -আলি মুনসুর বাবু

 


তানজীর ফয়সাল,দামুড়হুদা থেকেঃদামুড়হুদায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৭’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

জানা যায়, গতকাল বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে খরিপ- ২মৌসুমে রোপা আমন প্রণোদনা কর্মসূচি উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উদ্বোধন হয়েছে।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু ৭’শ কৃষকের মাঝে বিনামূল্যে দেওয়া সার ও বীজ বিতরণ এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন।এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা প্রেসক্লাব এর সভাপতি এম নুরুন্নবী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস,মাসুম আব্দুল্লা প্রমূখ।
২০২০-২১ অর্থ বছরে খরিপ-২/২০২১-২২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৭’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিনে দামুড়হুদা সদর ও হাউলি ইউনিয়নের কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।আগামী সপ্তাহের মধ্যে বাকী কৃষকদের মাঝে বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ করা হবে বলে দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়।

উদ্বোধন কালে প্রধান অতিথি আলী মুনসুর বাবু বলেন, সরকারের নতুনত্ব প্রযুক্তি ও কৃষকদের পরিশ্রমে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।বর্তমানে জননেত্রী শেখ হাসিনা সরকার কৃষকদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করে আসছেন। প্রযুক্তির ব্যবহার করে কৃষকরা দক্ষতার সাথে ফসল উৎপাদন করছে।আঃলীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই কৃষকদের বিনামূল্যে এবং ন্যার্য মূল্যে সার-বীজ প্রদান করে থাকেন।শেখ হাসিনা সরকার কৃষক বান্ধব সরকার।

এসময় তিনি আরো বলেন, করোনা কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ভাবে দেশের মানুষকে অর্থ ও খাদ্য সহায়তা দিয়ে সহযোগিতা করে চলেছেন। করেনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতার সাথে সকলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।নিজেকে সুস্থ রাখার মধ্যে পরিবার পরিজন কে সুস্থ রাখতে হবে।আমাদের সকলের দ্বায়িত্বশীল আচারণ এ সংকট থেকে উত্তরণের পথ সহজ করবে।
করোনা পরিস্থিতি মোকাবেলায় যে লকডাউন দেয়া হচ্ছে তা সকলে মেনে চলতেও উপজেলা বাসীর প্রতি আহবান জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *