দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে লজ্জায় আত্মহত্যা করেছেন আইনাল হক (৫৫) নামে এক কৃষক। তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের মোক্তারপুর মোল্লাপাড়ার নিজ পান বরজের মধ্যে মেহগনি গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবারের লোকজন। নিহত কৃষক আইনাল হক মোক্তারপুর গ্রামের মৃত পুটে আলীর বড় ছেলে। তার এক স্ত্রীসহ ছেলে সন্তান রয়েছে।
নিহতের ভাই মতিয়ার রহমান বলেন, তিনি আমার বড় ভাই, অনেক আগেই আলাদা জায়গায় ( মোক্তারপুর মাঝপাড়ায়) বাড়ি করে পরিবার নিয়ে থাকতেন। বিভিন্ন এনজিও সমিতি থেকে অনেক টাকা ঋণ করেছেন। এনজিও, সমিতর প্রায় ৩ থেকে ৪ লাখ ঋণের টাকা পরিশোধ করা নিয়ে প্রায় সময়ই দুশ্চিন্তার ভিতর থাকতেন। ঋণের টাকা পরিশোধ না করতে পেরে হতাশায় ভুগছিলেন। সেখান থেকেই অভিমান করে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করতে পরেন।
নিহতের মা নিহারুন জানান, গতকাল সকাল ৮ টার দিকে নিজ পানের বরজে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। পানের বরজে গিয়ে দেখি আইনাল পানের বরজের মেহগনি গাছের ডালের সাথে গলায় নসিমন দড়ি দিয়ে ঝুলছে। আমি চিৎকার করলে আশেপাশের লোকজন গাছ থেকে নিচে নামিয়ে মৃত অবস্থায় দেখতে পায়।
দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, কারো কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়ায় নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।