Exif_JPEG_420
দামুড়হুদা থেকে তানজীর ফয়সালঃদামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে নারীর প্রতি সহিংসতা রোধে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে,গতকাল সকাল ১০ টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নারীর প্রতি সহিংসতা রোধে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা সহকারী কমিশনার ( ভূমি) মহিউদ্দিন, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে আরা, সমবায় অফিসার হারুন অর রশিদ, সহকারী মৎস্য অফিসার আইয়ুব আলী, দামুড়হুদা মডেল থানার ওসি (অপারেশন) শামসুর দোহা ।এছাড়াও উপস্থিত ছিলেন – জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আঃ লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হয়রত আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, হাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন (ভারপ্রাপ্ত ),কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ইনু , জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন,পারকেষ্টপুর – মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আলম,দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, দৈনিক পশ্চিমঞ্চলে দামুড়হুদা প্রতিনিধি তানজীর ফয়সাল সহ প্রতিবাদী নারীরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি সহ বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধে পাড়ায় পাড়ায় সামাজিক আন্দোলন গড়ে তোলা আহবান জানিয়ে বৃহৎ আলোচনা করা হয়।