সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময়, শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আলী আজগার টগর এমপি

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল রোববার বেলা ১১ টার সময় উপজেলার লোকনাথপুর হেলিপোর্ট মাঠে ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময়, শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-০২ আসনের সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হাজী আলী আজগার টগর।

সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের একাংশ

এসময় প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের সকল উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে দেশের সকল জনগোষ্ঠিকে সাথে নিয়ে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনগ্রসর সকল জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়েছে এবং তা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী অসহায় মানুষের কথা চিন্তা করে দেশের সকল প্রতিবন্ধি, বিধবা, বয়স্ক ও মাতৃত্বকালীন ভাতাসহ অসংখ্য ভাতা প্রদান করা হচ্ছে। সরকার ডিজিটালাইজ পদ্ধতিতে আজকে সকল ভাতাভোগীদের অর্থ নিজ নিজ মোবাইলে দেওয়া হচ্ছে। বর্তমান সরকারের এমন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করতে সকলের প্রতি আহব্বান জানান। সর্বশেষ তিনি সকলের নিকট মাননীয় প্রধানমন্ত্রী’র জন্য দোয়া কামনা করে বক্তব্য শেষ করেন। এর আগে তিনি সরকারি ভাতাভোগীদের নিকট থেকে সরকারের উন্নয়ন চিত্র ও সাধারণ জনগণের কথা মনোযোগ সহকারে শুনেন। উপকারভোগীরা বলেন, এ পর্যন্ত দেশে আমাদের মতো গরীব মানুষের জন্য কোন সরকার ভাতার ব্যবস্থা করেনি, এক মাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের মতো গরীব মানুষের কথা ভেবেছেন। আমাদের ভাতার ব্যবস্থা করেছেন। আমরা প্রধানমন্ত্রীর জন্য মন থেকে দোয়া করি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় এনে উন্নয়নের ধরা অব্যাহত রখতে চাই।


দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু,দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম,দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক আরিফ, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আলী আহাম্মদ সোনা, সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন।এসময় অতিথি ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস,দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, হাউলী ইউনিয়ন যুবলীগের সভাপতি আইয়ুব আলী স্বপন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপ্লব, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্র লীগের নেতাকর্মী বৃন্দ, হাউলী ইউনিয়নের সকল ইউপি সদস্য বৃন্দ ও হাউলী ইউনিয়নের সকল সরকারি উপকারভোগী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ঈমান হাফেজ মাঃ মোঃ মামুনুর রশীদ, সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *