আনারুল ইসলাম, জয়রামপুর প্রতিনিধি:দামুড়হুদা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক জেলা প্রশাসক ও সাধারণ সম্পাদক দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগ জনাব মাহফুজুর রহমান মন্জু।গতকাল ২৫ অক্টোবর রবিবার সন্ধ্যায় তিনি দামুড়হুদা উপজেলার কালিয়া বৈকরী, দামুড়হুদা,পুরা পাড়া, জয়রামপুর,ডুগডুগী, ও দর্শনা সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় জয়রামপুর কাঠালতলা দাসপাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরে নবমীর দিনে পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাবেক জেলা প্রশাসক মাহফুজুর রহমান মন্জু বলেন,আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে। কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। এ লক্ষ্যে জেলা ও থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি এবং তিনি আরও বলেন ধর্ম যার যার উৎসব তার তার। এসময় উপস্থিত ছিলেন মূজা মন্ডপ কমিটির সভাপতি বাপ্পি কুমার, সাধারণ সম্পাদক শ্রী নয়ন কুমার,সহ পূজা মন্ডপের সকল সদস্য বৃন্দ।