ষ্টাফ রিপোর্টারঃ দামুড়হুদা উপজেলা লক্ষ্মীপুর, ভগিরাতপুর, ছুটিপুর ও পোতারপাড়া গ্রামের অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে ৮০০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।গতকাল শুক্রবার লক্ষিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহাম্মদ আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আর্থ মুভিং সলিউশন বাংলাদেশ লিমিটেডেরএম ডি মোহাম্মদ মুজিবুল হক বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে এক্সসিএমজি ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড চায়নার অর্থায়নে শীতার্তের মাঝে বিনামূল্যে প্রায় ৮০০ পিস কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মুজিবুল হক বিশ্বাস বলেন, এলাকার দরিদ্র মানুষের জন্য কাজ করে যেতে চাই, সেক্ষেত্রে আপনাদের আন্তরিকতা ও সহযোগিতা পেলে আমরা আগামীতে এলাকার মানুষের জন্য স্বাস্থ্য শিক্ষা ও দারিদ্রতা নিয়ে কাজ করতে চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থ মুভিং সলুশন লিমিটেডের জি এম মোঃ সফিকুর রহমান, ম্যানেজার হুমায়ুন কবির, কর্মকর্তা খন্দকার ফিরোজ আহমেদ, গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সাইদুর রহমান লিপু, সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব টিপু মল্লিক।