কার্পাসডাঙ্গা অফিস: জেলা তথ্য অফিসের আয়োজনে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদে ” শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ” শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে প্রান্তিকে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।গতকাল বুধবার সকাল ১০ টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর আ:লীগের সাধারন সম্পাদক দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু।দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:আবু হেনা জামাল,কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো:এনামুল করিম ইনু সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।