দামুরহুদার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহীমপুরে সদ্য কার্পেটিং করা রাস্তায় ১০ চাকার বালু ভর্তি ট্রাকে রাস্তা নষ্ট:এমপি টগরের পদক্ষেপে এলাকাবাসীর সাধুবাদ
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-০২ আসনের উন্নয়নের রুপকার, মাননীয় সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর সংসদ সদস্য নির্বাচিত হবার পর থেকেই চুয়াডাঙ্গা ০২ আসনকে উন্নয়নের ছোঁয়ায় ভরিয়ে দিচ্ছেন। এলাকার প্রতিটি গ্রামঞ্চলেও কার্পেটিং রাস্তা দিয়ে যোগাযোগ ব্যাবস্থা কে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। সরকারের টাকা চুয়াডাঙ্গা ০২ আসনের গনমানুষের এমপির চেষ্টার সেই নতুন রাস্তার ক্ষতি স্বচক্ষে উপলব্ধি করে চলতি পথে গাড়ি থামিয়ে এগিয়ে গেলেন তিনি।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার। সদ্য কার্পেটিং করা জুড়ানপুর টু ইব্রাহিমপুর রাস্তায় ওভার লোডে চলা ১০ চাকার বালু ভর্তি ট্রাক থামিয়ে দেন এমপি হাজী আলী আজগর টগর। পরে ট্রাক মালিককে ঐ স্থানেই গাড়ি থেকে বালু আনলোড করান এবং স্থানীয়দের কে রাস্তা দেখ-ভালের পরামর্শ দেন তিনি।এসময় সাথে ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান দর্শনা পৌর আ:লীগের সাধারন সম্পাদক আলী মুনসুর বাবু, দর্শনা পারকৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম।এমপি হাজী আলী আজগর টগরের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সহ সচেতন মহল