দামুড়হুদা থেকে তানজীর ফয়সালঃদামুড়হুদা মডেল থানা চত্বরে চৌকিদার প্যারেড ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, গতকাল সকাল ১১ টার দিকে দামুড়হুদা মডেল থানার উদ্যোগে থানা চত্বরে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন এর নির্দেশক্রমে এই সপ্তাহিক চৌকিদার প্যারেড ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।দামুড়হুদা উপজেলার ইউনিয়নে কর্মরত শতাধিক চৌকিদারদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিরল আলোচনা করেন।উক্ত চৌকিদারী প্যারেডে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক চৌকিদারদের বিভিন্ন দিক নিদের্শনা মুলক বক্তব্য প্রদান করেন। এসময় চৌকিদারদের উদ্দেশ্যে বলেন – শীতের সময়ে কুয়াশায়াচ্ছন্ন পরিবেশে সন্ধ্যার পর ও রাতে যেন কোন এলাকায় চুরি, ডাকাতি , ছিনতাইয়ের মতো অপকর্ম মুলক কোন কর্মকান্ড না ঘটে সে লক্ষে পুলিশের পাশাপাশি আপনাদেরকেও ডিউটি করার জন্য বলা হয়। পাশাপাশি এলাকায় যেন কোন মাদক ব্যবসায়ীর ফলে আমাদের আগামীর ভবিষ্যত প্রজন্ম ধ্বংসের দারপ্রান্তে না পৌঁছাতে পারে সেদিকে সর্বত্র লক্ষ্য রাখবেন, আমার থানা এলাকায় কোন মাদক ব্যবসা ও সেবনকারীর স্থান নেই। এছাড়াও এলাকা ভিত্তিক যে সসম্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আছে সে সংক্রান্তে তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করবেন এটা আমাদের কাম্য ।ইউনিয়নের যে কোন ধরনের অপরাধ নির্মূল করণে সবসময় সচেতনতার সাথে সঠিক ভাবে দায়িত্ব পালন করবেন। চৌকিদার প্যারেড অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এস আই বাকী বিল্লাহ, এস আই তৌহিদুর রহমান শেখ, এ এস আই সাঈদ প্রমূখ।