দর্শনা অফিসঃ দামুড়হুদা-জীবননগর সড়কে পৃথক দুটি মোটরসাইকেল দূর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে আহত হয় এক মোটরসাইকেল চালক ও এক আরোহী। এরমধ্যে একটি জীবননগরের উথলী মোল্লাবাড়ি অপরটি দামুড়হুার লোকনাথপুরে। আহতরা দর্শনা সিএন্ডবি পাড়ার কলেজ ছাত্র মিরাজ (২৩) ও দর্শনা আকন্দবাড়িয়ার জুয়েল। এদের মধ্যে গুরুত্বর অবস্থায় জুয়েল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও মিরাজকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানাগেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর হতে মোটরসাইকেল যোগে দর্শনায় ফিরছিল চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের মুচিপাড়ার আব্দুস সামাদের ছেলে জুয়েল (২৫)। সে সড়কের মোল্লাবাড়ি মোড় নামক স্থানে পৌছালে ব্যাটারী চালিত একটি ইজিবাইক আচম্কা ভাবে মোটরসাইকেলের সামনে পড়ে। এতে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে ইজিবাইককে ধাক্বা দিলে তার ডান পায়ের মাংশ ছিরে মারাত্বাক ভাবে আঘাত প্রাপ্ত হয়ে সড়কের পার্শ্বে ছিটকে পড়ে গুরুত্বর ভাবে আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। একই দিন দুপুর ১২টার দিকে মোটরসাইকেল দূর্ঘটনায় মারাত্বক ভাবে জখম হয় দর্শনা বাসস্ট্যান্ড সিএন্ডবি পাড়ার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এনায়েত করিক লতার ছেলে মিরাজ (২৩)। সে লোকনাথপুরের রঘুনাথপুর থেকে মোটরসাইকেল যোগে দর্শনা-দামুড়হুদার সড়কে লোকনাথপুর তেলপাম্পের সামনে পৌছালে উঠলে চুয়াডাঙ্গা অভিমুখ হতে আসা একটি প্রাইভেট কার ও বিপরীত দিক হতে আসা একটি ব্যাটারী চালিত পাখিভ্যানের সামনে পড়লে প্রাইভেট কারের ধাক্বায় মারাত্বক ভাবে আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এতে দূর্ঘটনার পর হতে জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয় ও পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ারপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করেন। সে মাথায় ও চোখের কোনে প্রচন্ড আঘাত হয়ে জ্ঞান হারিয়ে অচেতন হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকেরা। বর্তমানে আহত দু’জনের অবস্থা গুরুত্বর বলে রোগীর পরিবার সুত্রে জানাগেছে।#########

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *