দামুড়হুদা থেকে  তানজীর ফয়সালঃদামুড়হুদা উপজেলায় শারদীয়  দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  হয়েছে। প্রস্তুতি  সভায়  প্রধান  অতিথি  হিসেবে  উপজেলা পরিষদের  অহংকার  উপজেলা পরিষদের  চেয়ারম্যান  আলি  মুনছুর  বাবু  উপস্থিত  ছিলেন ।   জানা  গেছে , গতকাল  সকাল  ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে  দামুড়হুদা উপজেলা পরিষদের  সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।  দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে এ প্রস্তুতি  সভা অনুষ্ঠিত  হয়। প্রস্তুতি  সভায় বর্তমান  করোনা মহামারির বিষয়টি মাথায় রেখে এবারের  পূজার সময় শুধু ভক্তিমূলক সংগীত বাজানো যাবে, অন্য কোন গান বাজানো থেকে বিরত থাকতে হবে এবং পূজা উপলক্ষে  কোন মেলার আয়োজনও করা যাবে না সিদ্ধান্ত  নেওয়া  হয়েছে। প্রস্তুতি  সভা শেষে 
মানবিক সহায়তা (জি.আর) কর্মসূচীর আওতায় দামুড়হুদায় আসন্ন শারদীয় দূর্গাপুজা  উদযাপন উপলক্ষে উপজেলার  ২২ টি পূজা মন্ডপে ৫০০ কেজি হারে ১১ মেঃ টন চালের ডি.ও সংশ্লিষ্ট মন্ডপের সভাপতিগণকে  দেওয়া হয়।
সভায়  পারস্পরিক সম্প্রীতি বজায়,  আইন শৃংখলা পরিস্থিতি  স্হিতিশীল রেখে উৎসব উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।দামুড়হুদা উপজেলা নিবার্হী অফিসার  দিলারা রহমানের  সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বাসীর  অহংকার  উপজেলা  পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু ,বিশেষ  অতিথি হিসেবে  উপস্থিত  ছিলেন দামুড়হুদা উপজেলা  সহকারী  কমিশনার (ভূমি)  মহিউদ্দিন, উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন,  উপজেলা  প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ মশিউর  রহমান ,দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা  ডাঃ আবু হেনা জামান শুভ,  উপজেলা প্রাথমিক শিক্ষা  কর্মকর্তা  সাকি সালাম, উপজেলা  সহকারী  মৎস্য  কর্মকর্তা  আয়ূব  আলী , দামুড়হুদা মডেল  থানার  ওসি  ( তদন্ত ) আবদুল্লা আল মামুন,উপজেলা   আনসার ও  ভিডিপির  প্রশিক্ষক আশরাফুল  ইসলাম , সিভিল ডিফেন্সের কর্মকর্তা ,  উপজেলা পূজা  উৎযাপন  কমিটির  সভাপতি , সাধারণ সম্পাদক   সহ শারদীয় দুর্গাপূজা ২২ টি মণ্ডপের সভাপতি  ও সাধারণ  সম্পাদক  প্রমূখ  উপস্থিত  ছিলেন । প্রস্তুতি সভায় প্রধান  অতিথি  উপজেলা  পরিষদের  চেয়ারম্যান  আলি  মুনছুর  বাবু  সংক্ষিপ্ত  বক্তব্যে  বলেন – আপনারা  সকলে  জানেন  সারাবিশ্বের ন্যায় বাংলাদেশ  করোনা  মহামারি মধ্যে  আমার দিন পার করছি।  সরকারি  নির্দেশনা  মেনে কার্যক্রম  চালিয়ে  যাচ্ছি , আমরা আশা রাখি উপজেলার প্রতিটি পূজা  মণ্ডপে সরকারের  দেওয়া  সকল স্বাস্থ্য  বিধি পালন  করে  দুর্গা উৎসব উৎযাপন  করা হবে। এসময়  তিনি উপস্থিত  সকল মণ্ডপের সভাপতি  ও  সাধারণ  সম্পাদকের মাধ্যমে  হিন্দু  সম্প্রদায়ের  শারদীয়  উৎসবের অগ্রীম  শুভেচ্ছা  জানান। সভার সভাপতি দামুড়হুদা উপজেলা  নিবার্হী অফিসার  দিলারা রহমান  আসন্ন  দূর্গাপুজা অনুষ্ঠিত  হতে যাওয়া উপজেলার  ২২ টি পূজা  মণ্ডপে    সরকারি নির্দেশনা অনুযায়ী  যথাযথ স্বাস্হ্যবিধি মেনে দূর্গাউৎসব  পালন করার জন্য  সবাইকে আহবান  জানান । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *