Exif_JPEG_420
দামুড়হুদা প্রতিনিধিঃ দামুড়হুদার মোক্তারপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি ঘটনায় উভয় পক্ষের ৪জন আহত হয়েছে। আহতরা হলো মোক্তারপুর গ্রামের মৃত রজব আলির ছেলে সবুর আলি(৪৫) তার ছেলে শরিফ(২৫), খোকার ছেলে সিরাজুল ইসলাম(৪৫) ও অপর পক্ষের মান্নানের ছেলে জহুরুল ইসলাম (৩৫)। জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধা রাত ৭টার দিকে মোক্তারপুর গ্রামের জাহিদুলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। দামুড়হুদার মোক্তারপুর গ্রামের বেনে জোয়ালা মাঠে একই গ্রামের মান্নানের ছেলে জহুরুলের সেচ মেশিনে সবুরের ছেলে শরিফ তাদের মেশিন সেট করে জমিতে সেচ দিচ্ছিলো। এমন সময় জহুরুল তার মেশিনের কাছে গিয়ে শরিফদের মেশিনটি সরিয়ে দেয়। এনিয়ে বৃহস্পতিবার সন্ধায় মোক্তারপুর গ্রামে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এর এক পর্যায়ে তাদের উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে, এতে উভয় পক্ষের চারজন আহত হয়। আহতদের মধ্যে ১ জন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন আর বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানা যায় । এ ঘটনায় আহতরা জানিয়েছেন থামাতে একটা মামলা দায়ের করবো।