দামুড়হুদা থেকে তানজীর ফয়সালঃ দামুড়হুদার ফকিরপাড়ায় মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালায় কাজের উদ্বোধনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। 
জানা গেছে, গতকাল সকল ৯ঃ৩০ মিনিটে  দামুড়হুদা উপজেলার  ফকিরপাড়া গ্রামের পুরাতন জামে মসজিদের ছাদ ঢালায়  মসজিদ কমিটির সভাপতি গোলাম হোসেন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মসজিদের ছাদ ঢালায় কাজে  প্রধান  অতিথি  হিসেবে  উপজেলার বাসীর অহংকার,  উপজেলা পরিষদের  চেয়ারম্যান আলি মুনছুর বাবু উপস্থিত থেকে এ ঢালায় কাজের  উদ্বোধন করেন। বিশেষ  অতিথি  হিসেবে  উপস্থিত  ছিলেন  দামুড়হুদা সদর  ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান  পদপ্রার্থী  হয়রত আলী , মসজিদ কমিটির  সাধারন  সম্পাদক নাসির উদ্দিন টিপু, ক্যশিয়ার আবু তাহের । এসময় আরো উপস্থিত  ছিলেন দামুড়হুদা উপজেলা আঃ লীগের সদস্য জাহাঙ্গীর আলম মাতু,  আঃ লীগ নেতা  বদর আলী, রওশন আলী,  আবু তাহের, আঃ হালিম হাবিবুর রহমান হবি, আবুল  কালাম কালু, নজরুল  ইসলাম, শহিদুল ইসলাম মোল্লা, আমিরুল ইসলাম, আঃ মজিদ  বিশ্বাস, হাজী কবীর  উদ্দিন, ওহিদ হোসেন, তুহিন আলী, যুবলীগ নেতা  মসিউর রহমান  রানা, আঃ কুদ্দুস বাদসা, শাহিন আলী , মিনাজ উদ্দিন , মদু, রনি, সেলিম, পিন্টু , প্রমূখ।  ছাদ ডালায় কাজের শেষে দোয়া অনুষ্ঠিত হয় । দোয়া পড়ান উক্ত মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ মাহমুদুল হাসান।ঢালায় কাজ উদ্বোধন শেষে  প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন – আপনারা অবগত আছেন সরকার  আজকে  সকল সেক্টরে যে  অকল্পনীয় উন্নয়ন করেছে, দেশ সহ পুরো পৃথিবীর কাছে  আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাজার বছরের শেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য  কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের দৃশ্যমান   উন্নয়নের জন্য বাংলাদেশ আজ মাথা  উঁচু  করে  কথা বলতে পারেন। দেশের সার্বিক  উন্নয়নে বিশেষ  অবদানের  স্বকৃীত স্বরুপ  বিভিন্ন  দেশ নেত্রীকে করেছেন পুরস্কৃত। আসুন আমার  সকলে সেই মানুুষের সার্বিক উন্নয়ন, কল্যানও  দীর্ঘায়ু কামনা করি। জননেত্রী  শেখ  হাসিনা  সরকার  উন্নয়নের ধারা অব্যাহত রেখে  জনগনের ভালোবাসার মধ্যে থেকে জনগন তথা দেশের সার্বিক  উন্নয়নে কাজ করতে পারেন সে জন্য  দোয়া কামনা করি । আমি আপনাদের  মাঝে নিজেকে  উপস্থিত  করতে পেরেছি  এতে আনন্দিত। আমি আপনাদের কে অবগত করছি আপনাদের মসজিদে দ্বিতীয় তলায় যতোগুলো ফ্যানের প্রযোজনা আমাকে জানাবেন আমি ততোগুলোই উন্নত মানের ফ্যান দেবে। যাতে নামজ আদায় করতে এসে কোন মুরুব্বি  মুসুল্লিদের কষ্ট  পেতে না হয়। বক্তব্যের শেষে উপস্থিত  সকলকে  সু- স্বাস্থ্য কামনা করে আবারও  দেশরন্ত জননেত্রী শেখ হাসিনার সার্বিক উন্নয়ন ও দীর্ঘায়ু কামনা করেন। 
তানজীর  ফয়সাল  দামুড়হুদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *