Exif_JPEG_420 Exif_JPEG_420
দামুড়হুদা প্রতিনিধিঃ দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামের মাঠে ৩ বিঘা ১০ কাঠা লিজ নেওয়া কৃষকের কষ্টে অর্জিত জমির পেঁঁপেঁ গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। এতে কৃষক সর্বোচ্চ হারিিয়েছে। গত মঙ্গলবার দিনগত রাতে
গোবিন্দহুদা গ্রামের বাবলুর রহমানের জমির পেঁপেঁ গাছ কেটে দিয়ে যায়। কৃষক বাবলুর রহমান উপজেলার গোবিন্দহুদা গ্রামের মৃত পুটে মোল্লার ছেলে।
সরজমিনে গিয়ে দেখা যায়, দামুড়হুদার দেউলীর ঈদগাহের পিছনে গোবিন্দহুদা মাঠে বাবলুর রহমানের প্রায় ৪বিঘা জমির পেঁপেঁ গাছ রাতের আধারে কেটে
দিয়ে যায় দূর্বৃত্তরা।কৃৃষক বাবলু সাংবাদিকদের সাথে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন।এসময় তিনি বলেন বুধবার সকালে কৃষকের মাধ্যমে জানতে পারে তার কষ্টের পেঁপেঁ বাাগান কেটে ছয়লাব করে দিয়েছে। আমি জানার পরই জমিতে গিয়ে দেখি আমার জমির ফলন্ত পেঁপেঁ গাছগুলো রাতের আধারে ধারালো অস্ত্র দিয়ে আমার জমিতে এ ক্ষতি করলো, আমি এ শাস্তি দাবি জানাচ্ছি। আমার প্রায় ১৫লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো জানান,এ সংক্রান্তে বুধবার বিকেলে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ
ডায়েরি করেছি। দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান বিষয়টি জানর পর পরই দ্রুত জমিতে যান। এ বিষয়ে উক্ত জমির আশপাশের কৃৃষকেরা সাংবাদিকের আক্ষেেপের সাথে সাংংবাদিকদের জানান।
উপজেলা কৃৃষি অফিসার মনিরুজ্জামান জানান,দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামের মাঠে কৃষক বাবলুর রহমানের প্রায় ৪বিঘা জমির পেঁপেঁ গাছ কেটে দেওয়ার সংবাদ পেঁয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।কষকের যে ক্ষতি হয়েছে তা অপুরনীয় আমার কৃৃষকের এ ক্ষতি পূরণ করতে পারবো না। আমাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ কৃষকের সকল প্রকার আইনি সহায়তায় সহযোগিতার করবো।