দামুড়হুদা প্রতিনিধিঃ দামুড়হুদায় পাকা সড়কের উপর অবৈধভাবে দোকান ঘর নির্মাণের লিখিত অভিযোগ পাওয়া গেছে। 
জানা গেছে, দামুড়হুদা উপজেলা সদরের মোক্তারপুর গ্রামের আনারুল  ইসলাম লিখিত অভিযোগে জানান – আমি দামুড়হুদা উপজেলার  সদর ইউনিয়নের মোক্তারপুর গ্রামের স্থায়ী  বাসিন্দা। আমার বাড়ির  সামনে ম্যাপের রাস্তার  ৩৩ নং মোক্তারপুর মৌজার ১৪৭  খতিয়ানের ৮২৭ ও ৮২৮ নং দাগের ২৪ শতক জমির  পরিমাণ সামনের রাস্তার উপর মোক্তারপুর গ্রামের  মৃত. মুরাদ আলীর ছেলে শফিকুল  ইসলাম, মমিনুল ইসলাম, আমিনুল ইসলাম জোর পূর্বক অবৈধভাবে পাকা দোকান নির্মাণ করছে আমার ও জনসাধারণের চলাচলের সমস্যা  সৃষ্টি ও বিগ্ন  ঘটবে। আমি ঘর নির্মাণে বধা দিলে আমাকে খুন যখমের হুমকি দিয়ে  আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *