Exif_JPEG_420
দামুড়হুদা থেকে তানজীর ফয়সালঃ” বয়কট ফ্রান্স! ফ্রান্সের সকল পন্য ব্যবহার বর্জন করুণ “স্লোগানকে সামনে রেখে দামুড়হুদা উপজেলা সদরে ধর্মপ্রাণ মুসলিম সমাজের উদ্যোগ ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হয়রত মোহাম্মদ ( সঃ) সালামের ব্যাঙ্গ চিত্র প্রকাশের প্রতিবাদ বিক্ষোভ মিছিল ধর্মপ্রাণ মুসলিম সমাজ।
জানা গেছে, গতকাল সকাল ১০ টার সময় দামুড়হুদা সদরে উপজেলার থানা মোড় চত্বরেধর্মপ্রাণ মুসলিম সমাজের ব্যনারে বয়কট ফ্রান্স! ফ্রান্স তুমি শুধু আমাদের প্রিয় রাসূল ( সঃ) কে অপমান করো নাই, তুমি ২০০ শো কোটি মুসলমানদের কলিজাই আগুন লাগিয়ে দিয়েছো,বয়কট ফ্রান্স লেখা সম্মিলিত ব্যনারে মাওলানা আঃ সাত্তারের নেতৃত্বে বিশাল এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেন।বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দামুড়হুদা চৌরাস্তা মোড়ে পৌছালে সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তারা বলেন – আমাদের প্রাণের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সঃ) সালামের নিয়ে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতয় বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সঃ) সালামের ব্যাঙ্গ চিত্র প্রকাশের প্রতিবাদ বিক্ষোভ মিছিল করা হচ্ছে। দেশের সকল মুসলিম ভাই বোনেরা আজ কষ্টের ভারাক্রান্ত। আসুন আমার সকলে ফ্রান্সের সকল পণ্য ক্রয় থেকে বিরত রেখে বয়কট ফ্রান্স ঘোষণা করি। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান তনু, সদর ইউনিয়ন পরিষদ জামে মসজিদের যুগ্ম সম্পাদক জামাল আলী, সদর পোস্ট অফিস পাড় জামে মসজিদের ইমাম মন্জিল হোসেন, বাজারের বিশিষ্ট রড়- সিমেন্ট ব্যবসায়ী ইউনুস আলী, কীটনাশক ব্যবসায়ী অলিউল্লাহ,ঔষধ ব্যবসায়ী মাহাবুব রহমান বাচ্চু, কীটনাশক ব্যবসায়ী হাবিবুর রহমান, কাপড় ব্যবসায়ী আঃ হাকিম, জহিরুল ইসলাম, আমিনুল,স্বর্ণ ব্যবসায়ী কলম, ডিস ব্যবসায়ী বাদশা,ঔষধ ব্যবসায়ী সাদিকুল, সরুপের উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক সজীব হাসান, সদস্য রাকিব হেসেন, সহ বাজারের সকল ব্যবসায়ী, যুব সমাজ তরুণ প্রজন্ম উপস্থিত থেকে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছেন।