স্টাফ রিপোর্টারঃ দামুড়হুদায় জনগুরুত্বপূর্ণ সরকারি রাস্তার ঘর নির্মাণের অভিযোগ গ্রাম বাসীর। বর্তমানে নির্মাণ কাজ বন্ধ থাকলেও পুনরায় নির্মাণ কাজ করাতে বিভিন্ন মহল দৌড়ঝাপ শুরু করেছে দেউলী গ্রামের মনি ও নাসির ।
অভিযোগ সূত্রে জানা গেছে , দামুড়হুদা উপজেলা সদরের দেওলীর মোড়ের সরকারি রাস্তার ত্রিমোহনীর উপর মনি ও নাসির পাকা দোকান ঘর নির্মাণ করছে। উক্ত জমির দাগ নং এস এ – ২১৭ ও আর এস খতিয়ান ১৭৫,১৮২। দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাস্তার উপর পাকা দোকান ঘর নির্মাণ কাজ শুরু করা কালে মৌখিক ভাবে বন্ধ করতে বলেন, এর পরও বি এন পি’ র নেতা মনি ও দামুড়হুদা উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন ইউপি সদস্য আব্দুলা আল- মামুনের কথা কর্নপাত না করে ঘর নির্মাণ কাজ শুরু করেন। পরর্তীতে গত ৮ অক্টোবর দেউলী গ্রামের বাসিদের পক্ষে সহকারী কমিশনার (ভূমি ) বরাবর একটি লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তর উক্ত স্থান সরজমিন পরিদর্শন করে জনগুরুত্বপূর্ণ রাস্তাটির উপর ঘর নির্মাণ বন্ধ করে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানালে তা বন্ধ করে দেন সংশ্লিষ্ট দপ্তর। বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রয়েছে বলে জানা গেছে। কিন্তু নির্মাণ কাজটি শুরু করার জন্য বিভিন্ন মহলের নিকট পায়তারা করে চলেছেন বলে জানা গেছে।