Exif_JPEG_420
দামুড়হুদা থেকে তানজীর ফয়সালঃ দামুড়হুদায় কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধিদের দুই দিনের প্রশিক্ষণের উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু ।
জানা গেছে, গতকাল বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।প্রশিক্ষণটি কমিটির বেইজত হেলথ কেয়ার ( সিবিএইচসি), জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সি ( জাইকা’ র) সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে ডা.আবু হেনা মোহাম্মদ শুভর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। এসময় অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো হাসানুজ্জামান, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য বিভাগের আরএমও ডা.ফারহানা ওয়াহিদ,দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন,উপজেলা স্যানেটারি পরিদর্শক জামাত আলি,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম প্রমুখ।