দর্শনা অফিস: মহান বিজয় দিবসে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনা মদনায় ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে দ্বৈত ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে এ খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় দর্শনা থানা ক্লাবকে ১-২ গেমে হারিয়ে মদনা ক্লাব বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। এসময় এমপি টগর বলেন, মনের বিকাশ ও শারীরিক কষরদ ভাল রাখতে খেলা-ধুলার বিকল্প নেই। তাই আমাদের সকল ছেলে মেয়েদের লেখা পড়ার পাশাপাশি অবশ্যই খেলাধুলা করতে দিতে হবে। যুবলীগ নেতা সাইফুল রহমান সাঈদ এর সঞ্চালনায় ও পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদ মাহফুজুর রহমান মনজু, মাইটিভির সিনিয়র ক্রাইম সাংবাদিক এস.কে লিটন, ইউনিয়ন আ.লীগের সভাপতি মুন্তাজ হোসেন, সহ-সভাপতি হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু জুবায়ের বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড আ.লীগ নেতা খোরশেদ আলম, রাজ হোসেন রিপন প্রমুখ।