দর্শনা অফিসঃ দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার।গতকাল শনিবার দুপুরে তিনি দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শনে আসেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দর্শনা বন্দর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী হারুন অর রশীদ। এরপর তিনি বন্দর এলাকা ঘুরে দেখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, এসিল্যান্ড মহিউদিন হোসেন সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। দর্শনা স্থলবন্দর বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে দর্শনায় পূর্নাঙ্গ স্থলবন্দর বাস্তবায়নের ভারত-বাংলাদেশের সকল অগ্রগতি অবহিত করে নথিপত্র পেশ করা হয়। দর্শনা বন্দর পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার কার্পাসডাঙ্গা কবি নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থান আটচালা ঘর, ডিসি ইকো পার্ক পরিদর্শন শেষে মুজিবনগরে যান।