দর্শনা অফিস : দর্শনা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে ঝিনাদিহের মহেশপুর বিজিবি ব্যাটালিয়নের পরিচালকের সাথে এক মতববিনিময়সভা অনুষ্ঠিত হয়েয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন, ঝিনাইদহ খালিশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী পরিচালক নজরুল ইসলাম খাঁন। প্রধান অতিথি বলেন, মানব সত্যতা যখন বিস্ময়কর সম্ভাবনা দিয়ে নতুন সহস্রাব্দে এসে দাঁড়িয়েছে, তখন আমাদের দেশের তরুণ প্রজন্মের বিশাল উলে¬খযোগ্য অংশ আক্রান্ত এক সর্বনাশা মরণ মাদকে। জাতির মেরুদণ্ডকে অথর্ব করে দেওয়ার জন্যে তাদের ছলে-বলে-কৌশলে টেনে নেওয়া হচ্ছে নেশার করাল বায়ে। আর তার ফলে মাদক নেশার যন্ত্রণায় ধুকছে শত সহস্র প্রাণ। আমাদের দেশে যে কয়টি সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে তার অন্যতম হচ্ছে মাদক জনিত সমস্যা। তাই মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের দেশের মূল স¤পদ হচ্ছে জনশক্তি, এই জনশক্তির দুই তৃতীয়াংশই হচ্ছে তরুণ ও যুবসমাজ, কিন্তু দুঃখের বিষয় আমাদের তরুণ ও যুবসমাজের বড় একটা অংশ আজ মাদক নামক মরণ নেশায় আক্রান্ত। ফলে আমাদের দেশ আজ ভয়াবহ বিপর্যয়ের সম্মূখীন। মাদক সেবনের ফলে আমাদের তরুণ ও যুবসমাজ জিবনীশক্তি, সৃজনশীলতা, নৈতিকতা ও মেধা হারিয়ে তাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ হয়ে পড়ছে অনিশ্চিত। ফলে এদের অধিকাংশই জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে। এসব রোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিক নজরুল ইসলামের উপস্থপানায় উপস্থিত থেকে আলোচনা রাখেন প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আওয়াল হোসেন, সাংবাদিক এফএ আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ স¤পাদক চঞ্চল মেহেমুদ,হানিফ মণ্ডল, মাইটিভির জেলা প্রতিনিধি ইকরামুল হক পিপুল, মনিরুজ্জামান সুমন, আহসান হাবীব মামুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *