দর্শনা অফিস:দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এর সাথে দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুএর সভাপতিত্বে অনুষ্ঠিত। প্রধান অতিথি দিলারা রহমান বলেন,আমাদের সকল কার্যক্রমের সাথে প্রশাসন, রাজনীতিবিদ ও সাংবাদিক পাশাপাশি কাজ করতে হবে। বর্তমান করোনা সম্র্পকে জনগণকে সচেতন করতে হবে। সবাইকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। এবিষয় সাংবাদিকদের ভুমিকা বেশী রাখতে হবে। বাল্য বিবাহ, মাদক নিয়ন্ত্রনে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক ও রাজনীবিদদের ভুমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, আপনারা যে কোন দুর্নীতি, অনিয়ম, মাদক ও বাল্য বিবাহমত যে কোন তথ্য আমাকে দিলে আমি তড়িৎ ব্যবস্থা নেব ।আপনারা আমাকে তথ্য দিয়ে সহয়তা করবেন ।দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর লোকসানের কথা তুলে ধরে বলেন, এভাবে প্রতিবছর লোকসান হলে মিলবিক্রী হয়ে যাবে। মিলকে বাঁচাতে দর্শনা বেশি বেশি আঁখ লাগাতে হবে। এছাড়া তিনি দর্শনা দিয়ে সড়ক পথে স্থল বন্দর চালু করার জন্য তিনি প্রধান অতিথিকে উদ্দেশ্য সরকারের কাছে দর্শনা গুরুত্ব তুলেধরার দাবী করেন। মতবিনিময় সভার শুরুতেই দামুড়হুদা উপজেলা পরিষদের সকল কর্মকান্ডে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করায় উপজেলা নিবার্হী অফিসার এর হাতেফুলেল তোড়াও সম্মননা ক্রেষ্ট তুলে দেয়া হয়। ফুলেল শুভেচ্ছা জানান দর্শনা প্রেসক্লাবের নব সদস্য আব্দুর রহমানও দর্শনা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান প্রেসক্লাবের পক্ষে সম্মননা ক্রেষ্ট প্রদানকরেন।এরপর প্রেসক্লাবের সদস্য মোস্তাফিজুর রহমান কচি মেয়র মতিয়াররহমান কে ফুলেল শুভেচ্ছা জানায়। এরপর দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান দর্শনা প্রেসক্লাবের নতুন সদস্যদের হাতের জনীগন্ধা ষ্টিক তুলে দিয়ে বরণকরে নেন। দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এরপর বিভিন্ন দাবী তুলে ধরে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সদস্য এফ এ আলমগীর হোসেন,সাবেক সভাপতি ও মাইটিভির প্রতিনিধি ইকরামুল হক পিপুল । এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, মাহমুদ হাসান রনি, চঞ্চল মেহমুদ, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজু, আহসান হাবিব মামুন, তারিক জামান সহসকল সদস্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক সভাপতি হানিফ মন্ডল।