দর্শনা অফিসঃ আসন্ন দর্শনা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ করেছে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র পদপ্রার্থী আব্দুল হান্নান ছোট। প্রতিদিনের ন্যায় গতকাল সোমবার দলীয় নেতাকর্মী ও সমর্থক নিয়েবিকাল ৪ টা হতে সন্ধা ৬ টা পর্যন্ত দর্শনা রেল বাজারের ব্যাবসায়ীদের সাথে ব্যাপক গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন। এ গণসংযোগ কালে মেয়র পদপ্রার্থী আব্দুল হান্নান ছোট’র সাথে উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি সোলাইমান কোবির, যুগ্ন-সম্পাদক মহিবুল ইসলাম,
৮নং ওয়ার্ড আ.লীগের যুগ্ম সম্পাদক রাইসুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক হালিম, সাংস্কৃতিক সম্পাদক মজিদ ফকির, আ.লীগ নেতা আনিস বিশ্বাস, আশরাফুল মল্লিক, আমজাদ, মুনসুর, মমিন মালিথা, খোকন মল্লিক, মুনসুর, আব্দার, আক্তার, ওয়াজ মল্লিক, নাজের বিশ্বাস, মমিন মালিতা। দামুড়হুদা উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মান্নান খান, সহ-সভাপতি রাসেল রেজা দিপু, সহ-সভাপতি মামুন শাহ, যুবলীগ নেতা হিরণ, বাংলা, জমির ফকির, হায়দার, কভু, নাজিম মল্লিক, উজ্জ্বল, বকুল, কোরবান, ইকরামুল, সোহেল আমান, রানা, রাজ্জাক। দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, সহ-সভাপতি তপন কুমার, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মিলন, সুমন, মামুন, রকি, হিরক, জুলকার নাঈম, অনিক, বাপ্পি, রাজন, অরিন, সিজার, চয়ন, প্রমুখ।