দর্শনা অফিসঃ দর্শনা পুরাতন বাজারে ব্যাবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ভষ্মিভুত হয়ে ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস।জানাগেছে, গতকাল রোববার রাত পৌনে ৯ টার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের পুরাতন বাজার স’মিলের অদূরবর্তী স্থানে ব্যাবসা প্রতিষ্ঠান ভাই ভাই অটো, রোকন ট্রেডার্স ও একটি সাইকেল পার্টসের দোকান ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিভাতে স্থানীয় লোকজন চেষ্টা চালায়ে ব্যার্থ হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছায় দর্শনা লোকনাথপুর ফায়ার সার্ভিসের একটি টিম। তারা আগুন নিয়ন্ত্রনে আনতে পানি ছিটাতে থাকে এবং মালামাল উদ্ধারে চেষ্টা চালায়। ফায়ার সার্ভিস টিমের প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রনে আসলেও ততক্ষনে অগ্নিকান্ডে ভাই ভাই অটো’র দেড় লক্ষ টাকার মালামাল, রোকন ট্রেডার্সের আড়াই লক্ষ টাকার মালামাল ও হাসিবুল ইসলামের একটি সাইকেল পার্টের দোকানের ৬ হাজার টাকার মালামাল ক্ষতিসাধিত হয়। এদের মধ্যে ভাই ভাই অটো ব্যাবসা প্রতিষ্ঠান সম্পন্ন মালামাল অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে ভষ্মিভুত হওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় প্রতিষ্ঠানের মালিক মনিরুল ইসলাম। এছাড়া রোকন ট্রেডার্সে আগ্নিকান্ডের ঘটনায় আড়াই লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হওয়ায় দুঃচিন্তায় পড়েছে প্রতিষ্ঠানের মালিক রোকন উদ্দিন মল্লিক।দর্শনা লোকনাথপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জাফর শেখ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছায় ফায়ার সার্ভিসের একটি টিম। সেখানে পৌছানোর কারণে দ্রুত আগুণ নিয়ন্ত্রনে নেওয়ায় আসপাশের ৫/৭টি ব্যাবসা প্রতিষ্ঠানকে বড় ধরনের দূর্ঘটনার কবল থেকে রক্ষা সহ আগুণে ক্ষতিগ্রস্থ ব্যাবসা প্রতিষ্ঠানের মালামাল ক্ষতির কবল থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। আর আগুণের সুত্রাপাত ঘটে “ভাই ভাই অটো” ব্যাবসা প্রতিষ্ঠানের ইলেকট্রিক্সস সর্টসার্কিট থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *