দর্শনা অফিস : দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী সফল অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে ১ কেজি গাঁজা সহ আকন্দবাড়ীয়ার সুজন ও রাজবাড়ির রাজন নামের দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধা ৭টার দিকে দর্শনা থানার অফিসার তদন্ত (ওসি) শেখ মাহবুর রহমানের নের্তৃত্বে থানার সেকেন্ড অফিসার এসআই জাকির হোসেন, এসআই সাইফুল, এএসআই কুদ্দুস, এএসআই শাহিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় দর্শনা-মুজিবনগর সড়কের মেমনগরে। এসময় সড়কের মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের গেট সম্মুখ প্রধান সড়ক হতে দুইজনের পথ গতিরোধ করে তাদের হাতে থাকা একটি প¬াষ্টিকের বাজার করা ব্যাগের মধ্য হতে ১কেজি গাঁজা উদ্ধার সহ সুজন (২২) ও রাজন মিত্র (২৫) নামের দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী সুজন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া আবাসনের বাসিন্দা ঠান্ডুর ছেলে ও অপরজন রাজন মিত্র রাজবাড়ি জেলার পাংশা থানার নাদুরিয়া গ্রামের কেষ্ট মিত্রর ছেলে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে থানা হেফাজতে রাখা হয়েছে। আজ বুধবার আসামীদেরকে চুয়াডাঙ্গা আদালতে হাজির করা হতে পারে বলে পুলিশ জানায়।