দর্শনা অফিসঃ দর্শনা থানা পুলিশ পৃথক,পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে এক নারী মাদক ব্যাবসায়ী সহ ৬ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল শুক্রবার ভোর রাত থেকে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় আসামীদের নিজ,নিজ দখল হতে ১০৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ৯ বোতল ফরেনিয়ার মদ ও ৬ লিটার বাংলা চোলায় মদ উদ্ধার করে।গতকাল শুক্রবার ভোর সাড়ে ৩ টার দিকে টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজলের নের্তৃত্বে এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন হটাৎপাড়ার আনোয়ারপুরে।এসময় উক্ত স্থান হতে ৫২ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দর্শনা হটাৎপাড়া আনোয়ারপুরের ওয়াহাব কারীর ছেলে হাসান আলী (৩০), আব্দুল হামিদের ছেলেইন্তাজ আলী (২২) ও আব্দুল মান্নানের ছেলে জুলহাসকে (৪৬) গ্রেফতার করেন।গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন কেরুজ ববালিগাদার সামনে রাস্তার উপর। এসময় উক্ত স্থান হতে দর্শনা কেরুজ৯ বোতল ফরেনিয়ার ও ৬ লিটার চোলায় বাংলা মদ সহ গ্রেফতার করা হয়দামুড়হুদার গোপালপুর গ্রামের শ্রী দুলাল দাসের ছেলেশ্রী স্বপন কুমার দাস (২১) ও শ্রী নিমাই দাসের ছেলে শ্রী প্রদীপ কুমার দাসকে।এছাড়া বেলা সাড়ে ১১ টার দিকে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন দর্শনার সীমান্তবর্তী জয়নগর গ্রামের চান্দু কমিশনারের বাড়িতে। মাদক বেচাকিনা করার সময় কমিশনার চান্দু মাস্টারের ছেলে হান্নানের বাড়ির কোল হতে ৫৭ বোতল ভারতীয় ফেনসিডিল সহ সালেহা বেগম (৪০) নামের এক নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টেরপেয়ে মাদক ব্যাবসায়ী হান্নান পালিয়ে যায়। গ্রেফতার মাদক ব্যাবসায়ী দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের ফজলুর রহমানের স্ত্রী।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক,পৃথক ভাবে মামলা দায়ের করে তাদেরকে চুয়াডাঙ্গা আদালতে হেফাজতে পাঠানো হয়েছে