দর্শনা অফিসঃদর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে মেহেরুন নামের এক নারী মাদক ব্যাবসায়ী সহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী চু্য়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের গাঙপাড়ার মৃতঃ সিরাজুল ইসলামের স্ত্রী মেহেরুন বেগম ও দামুড়হুদার বড় দুধপাতিলা গ্রামের মৃত আবু বক্করের ছেলে মিলন হোসেন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান কাজলের নির্দেশে থানার চৌকস অফিসার এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের হঠাৎ পাড়া নামক স্থানে। এসময় উক্তস্থানে পাকা সড়কের উপর হতে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার ও এক নারী মাদক ব্যাবসায়ী সহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়।এরা দর্শনা থানাধীন চু্য়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের গাঙপাড়ার মৃতঃ সিরাজুল ইসলামের স্ত্রী মেহেনুর বেগম (৪৪) ও দামুড়হুদার বড় দুধপাতিলা গ্রামের মৃত আবু বক্করের ছেলে মিলন হোসেনকে (৩৪)। পুলিশ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করেছে।